আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে এবার বানানো হয়েছে পরিবেশ বান্ধব জার্সি। রিসাইকেল প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হয়েছে জার্সির সুতো। এবারকার জার্সিতে নেই সাবলিমিশন বা প্রিন্টের সেরকম কোন কাজ। আরব আমিরাত-ওমানের গরম মাথায় রেখে জার্সিতে থাকছে এয়ার পাসিং ব্যবস্থা। ২০০৫’এ ন্যাটওয়েস্ট সিরিজে ব্যবহৃত টাইগারদের জার্সির সঙ্গে আছে মিল। এই টাইপের জার্সিতে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন আশরাফুল-আফতাবরা। টাইগারদের বিশ্বকাপ জার্সি বানিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। ফ্যানরা এবার আড়ং থেকে কিনতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি।<br /><br /><br />Subscribe Now: https://www.youtube.com/c/TSportsbd <br />Follow us on Facebook: https://www.facebook.com/tsportsbd<br />Follow us on Instagram: https://www.instagram.com/tsports.bd<br />Follow us on Daily Motion : https://www.dailymotion.com/tsportsbd<br /><br />* ANTI-PIRACY WARNING * <br />This content's Copyright is reserved for T Sports. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!<br /><br />T Sports Address : <br /><br />Plot# 371/A, Block# D, Bashundhara R/A 1229 Dhaka, Dhaka Division, Bangladesh<br />East West Media Group<br /><br /><br />#BDJersey<br />#BangladeshCricketJersey<br />#Tsports